No Internet Connection !

পটুয়াখালী জেলা পরিচিতি

প্রশ্ন: পটুয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৬৯ সালে।
প্রশ্ন: পটুয়াখালী জেলার সীমানা কি? উ: পটুয়াখালী জেলার সীমানা:

✅ উত্তরে: বরিশাল জেলা

✅ দক্ষিণে: বরগুনা জেলা ও বঙ্গোপসাগর

✅ পূর্বে: ভোলা জেলা ও তেঁতুলিয়া নদী

✅ পশ্চিমে: বরগুনা জেলা


প্রশ্ন: পটুয়াখালী জেলার আয়তন কত? উ: ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: পটুয়াখালী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: শাবাশ পটুয়াখালী।
প্রশ্ন: পটুয়াখালী জেলার গ্রাম কতটি? উ: ৮৮২ টি।
প্রশ্ন: পটুয়াখালী জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৭৬ টি।
প্রশ্ন: পটুয়াখালী জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৮ টি। পটুয়াখালী, মির্জাগঞ্জ, বাউফল, গলাচিপা, কলাপাড়া, দশমিনা, দুমকি ও বাঙ্গাবালী।
প্রশ্ন: পটুয়াখালী জেলার পৌরসভা কতটি? উ: ৫ টি (পটুয়াখালী, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা)
প্রশ্ন: পটুয়াখালী জেলার নদ-নদী কি কি? উ: তেঁতুলিয়া, লোহালিয়া, আগুনমুখা ইত্যাদি।
প্রশ্ন: পটুয়াখালী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: তাঁত শিল্প, জুট মিল, ঔষধ শিল্প, কুটির শিল্প প্রভৃতি।
প্রশ্ন: পটুয়াখালী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: কুয়াকাটা সমুদ্র সৈকত, মজিদ বাড়িয়া শাহী মসজিদ, দয়াময়ী মন্দির (গলাচিপা), কমলারানীর দীঘি (কালাইয়া), বৌদ্ধ বিহার, শ্রীরামপুরের পুরাকীর্তি, আগুনমুখা, সুন্দরবন প্রভৃতি।
প্রশ্ন: পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: বিপ্লবী জননেতা সতীন্দ্রনাথ সেন, হীরালাল দাস গুপ্ত, আলতাফ হোসেন চৌধুরী (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: patuakhali.gov.bd
top
Back
Home
Gsearch